কৈবর্ত জাগরণ
উৎসর্গ
প্রগতির পথিকৃৎ
খোন্দকার আবু আলী
(২৯ ডিসেম্বর, ১৯৩৯ Ñ ২৬ ডিসেম্বর, ২০১১)
সংকলকের কথা
বাংলাদেশ তথা বৃহত্তর উত্তরবঙ্গের অতীত ইতিহাস ও গণমানুষের দ্রোহ-চেতনার সবল ঐতিহ্য তুলে ধরার প্রয়াস হিসেবে বর্তমান গ্রন্থটি সংকলনে হাত দেওয়া হয়েছে। বাঙালি হিসেবে আমাদের গৌরবময় অতীত ও হিরন্ময় সত্তা নবপ্রজন্মের কাছে তুলে ধরা অপরিহার্য বিবেচনায় কৈবর্ত প্রসঙ্গের অবতারণা। ভূমিপুত্রদের পরিচিতি হারালে আমরা পথভ্রষ্ট হবো।
এ গ্রন্থটি সংকলনের উদ্দেশ্যের মধ্যে প্রধান হচ্ছে, গবেষণার কাজে দু®প্রাপ্য অথচ মূল্যবান কিছু তথ্যের জোগান দেওয়া। বেশ কিছু প্রবন্ধ গ্রন্থনার বাইরে থেকে গেল। বইটি শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অনুরাগী পাঠকের কাছে আদৃত হলে পরবর্তী সংকলনে আরো দু®প্রাপ্য লেখা যুক্ত করা যাবে। সংকলিত নিবন্ধগুলোর মধ্যে কৈবর্ত-সমাজের নৃতত্ত্ব-সমাজতত্ত্ব ও দ্রোহ-চেতনার কিছু পরিচয় পাওয়া যাবে বলে বিশ্বাস করি।
১০৭৫-৮০ খ্রিস্টাব্দের বরেন্দ্রভূমির গণজাগরণ ও সফল আন্দোলন নিয়ে প্রকৃত গবেষণা আজও হয়নি। সে গবেষণায় পণ্ডিত-গবেষকরা এগিয়ে এলে আমাদের সবল জাতিসত্তার পরিচিতি আরো গৌরবজনক বলে প্রতিভাত হতে পারে। চিরাচরিত অনীহার কাল একদিন কাটবে এবং স্বাধীন দেশের আসল ইতিহাস রচিত হবে প্রাজ্ঞজনের পরিশ্রমে, এ আশায় দুরূহ এই সংকলনের কাজে দুঃসাহস দেখাতে হলো বিষয়সংশ্লিষ্ট না হয়েও। সে কারণে ভুলভ্রান্তি থাকা অসম্ভব নয়। এ জন্য পাঠকদের কাছে ক্ষমা চাই।
সংকলন গ্রন্থটি সাজানোর কাজে উৎসাহী সহায়তাকারী ও প্রেরণাদাতাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবর রহমান, নাটোরের রণেন রায় ও সুখময় রায় বিপ্লু, রংপুরের বন্ধু মুকুল মোস্তাফিজ, ডা. অশোক কুমার ভদ্র, জাতীয় জাদুঘরের সহকর্মী ড. স্বপনকুমার বিশ্বাস, কঙ্কন বড়–য়া, মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিশিষ্ট গবেষক ড. তপন বাগচী ও ড. অশোক বিশ্বাস উল্লেখযোগ্য। ১৯৮৪ খ্রিস্টাব্দ থেকে মূল তাগিদ দিয়েছেন প্রয়াত সাংবাদিক শাহ আনিসুর রহমান।
গ্রন্থটি প্রকাশের দায়িত্ব নেওয়ায় আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই মেসার্স হাক্কানী পাবলিশার্স-এর প্রধান নির্বাহী জনাব গোলাম মোস্তফাকে। প্রচ্ছদশিল্পীকে ধন্যবাদ জানাই। প্রকাশনার কাজে মেসার্স হাক্কানী পাবলিশার্স-এর মোঃ রুবেলসহ সংশ্লিষ্ট সবার সহায়তাকে আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।
ত্র“টি মার্জনা করে আগামী দিনের জন্য দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে আমাদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্যকে সবল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। সংকলন গ্রন্থটি নবীন গবেষক ও পাঠকবৃন্দের কাছে আদৃত হলে আমার শ্রম সার্থক বলে বিবেচিত হবে।
সমর পাল
ঢাকা
সমর পালের অন্যান্য বই
- নাটোরের ইতিহাস
- লোকসাহিত্যে রৌমারী
- তাহিরপুর রাজবংশ
- পঞ্চদশ প্রসঙ্গ
- হৃদয়ের কাছে দৈবের কাছে (গল্পগ্রন্থ)
- সেই সব মানুষের কথা
- শেখ শাহাদাৎউল্লাহ বসুনীয়ার কবিতা
- উত্তরবঙ্গের ঐতিহ্য
- বরেন্দ্রভূমির সাহিত্যÑপ্রাচীন যুগ
- ব্রিটিশ ভারতে সংবাদপত্র দলন
- হিং টিং ছট (ছড়াবই)
- উত্তর জনপদে লোকসংস্কৃতির আঙিনায়
- পদবির উৎস-সন্ধান
- প্রসঙ্গ : গ্রন্থ ও গ্রন্থাগার
- প্রতœকথা
- রঙ্গপুরের জাগের গান
- অনাদৃত অধ্যায়
- শিল্পের জয়চিহ্নÑঢাকার মসলিন
- নাটোরের কবি রাধাচরণ চক্রবর্তী
- স্মৃতি-বিস্মৃতি
- প্রবাদের উৎস-সন্ধান
- ধর্মকথা
সূচিপত্র
১. Kaibartta : H H Risley ১১
২. The Hindu Caste-System : K. C. Kanjilal ২০
৩. কৈবর্ত জাতির সংক্ষিপ্ত ইতিহাস : অমূল্যচরণ বিদ্যাভূষণ ২৮
৪. কৈবর্ত-জাতি : অমূল্যচরণ বিদ্যাভূষণ ৩৩
৫. কৈবর্ত পরিচয় : নীরদবরণ মিশ্র চক্রবর্তী ৪৮
৬. বরেন্দ্রী-মণ্ডলে প্রজা-বিদ্রোহ : রমাপ্রসাদ চন্দ ৬২
৭. রামপালের বরেন্দ্রী-উদ্ধার : প্রভাসচন্দ্র সেন ৬৫
৮. দিব্য প্রসঙ্গ : শ্রীঅযোধ্যানাথ বিদ্যাবিনোদ ৬৭
৯. ক্ষত্রিয় কে? : স্যার যদুনাথ সরকার ৭৪
১০. দিব্য প্রসঙ্গ : শ্রীউপেন্দ্রনাথ ঘোষাল ৭৫
১১. The Second Struggle of Bhima : N.K. Bhattasali ৮৫
১২. দিব্য-স্মৃতি- উৎসব অভিভাষণ : শ্রীগোপাললাল রায় ৯৯
১৩. দিব্য-স্মৃতি- উৎসব অভিভাষণ : প্রবোধচন্দ্র বাগচি ১০২
১৪. দিব্যাবদান : শ্রীহীরেন্দ্রনাথ দত্ত ১১৩
১৫. ইতিহাসের দৃষ্টিতে জল্পেশ মহাপীঠের প্রাচীনত্ব : নির্মলচন্দ্র চৌধুরী ১১৫
১৬. ইতিহাসের উপেক্ষিত নায়ক : শাহ আনিসুর রহমান ১২০
১৭. কৈবর্ত-জাতির উৎসসন্ধান : সমর পাল ১২৪
Specifications
- বইয়ের লেখক: সমর পাল সংকলিত
- আই.এস.বি.এন: ৯৮৪৭০২১৪০০৭৪৪
- স্টকের অবস্থা: স্টক আছে
- ছাড়কৃত মূল্য: ১২০.০০ টাকা
- বইয়ের মূল্য: ১৬০.০০ টাকা
- সংস্করণ: প্রথম প্রকাশ
- পৃষ্ঠা: ১২৬
- প্রকাশক: হাক্কানী পাবলিশার্স
- মুদ্রণ / ছাপা: টেকনো বিডি ইন্টারন্যাশনাল
- বাঁধাই: Hardback
- বছর / সন: জানুয়ারি, ২০১২
Sky Poker review bettingy.com/sky-poker read at bettingy.com